Print Date & Time : 5 August 2025 Tuesday 5:42 pm

ভারতীয় দলের কোচ হলেন দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এরই মধ্যে একটা সুখবর দিল বিসিসিআই। আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে হচ্ছেন।

ভারতীয় দলের স্বর্ণযুগের তারকাদের মধ্যে একজন সৌরভ গাঙ্গুলী, অন্যজন রাহুল দ্রাবিড়। একজন বোর্ডপ্রধান, অন্যজন প্রধান কোচ। ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য তা স্বপ্নের যুগলবন্দি।

রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পথে। তাই এই পদে নতুন কাউকে খুঁজতে শুরু করেছিল বিসিসিআই। এই পদে আবেদন করেন দ্রাবিড়। তাতে সাড়া দেয় বিসিসিআই।

এ ব্যাপারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারতের প্রধান কোচ হিসেবে বিসিসিআই রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে। রাহুল ছিলেন ভারতের বড় তারকা, কিংবদন্তিদের একজন। ভারতের জাতীয় একাডেমির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আমি আশা করছি তিনি ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।’