Print Date & Time : 11 September 2025 Thursday 10:51 am

ভারতের অর্থনীতি ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায়

শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯ মহামারির ভয়াবহ প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির ওপরও। মহামারির শুরু থেকে পড়া এ প্রভাবে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে দেশটির অর্থনীতি। করোনা মহামারি গোটা বিশ্বের অর্থনীতির ওপরই মারাত্মক প্রভাব ফেলেছে। ইউরোপ ও পশ্চিমা বিশ্বের অনেক দেশ এ প্রভাব কাটিয়ে উঠলেও অনেক দেশ এখনও রীতিমতো সংগ্রাম করছে। তবে করোনা মহামারির কারণে ভারতের অর্থনীতি যে মুখ থুবড়ে পড়েছে, তারই প্রমাণ মিলেছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের (এনএসও) প্রকাশিত তথ্যে। খবর: এনডিটিভি।

সোমবার দেশটির সরকারি দপ্তর এনএসও’র প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি সাত দশমিক তিন শতাংশ সংকুচিত হয়েছে, যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ হ্রাস। অর্থাৎ গত ৪০ বছরেরও বেশি সময়ে দেশটির অর্থনীতিতে এমন খারাপ সময় আসেনি। অবশ্য জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ত্রৈমাসিকে ভারতের গড় দেশজ উৎপাদন এক দশমিক ছয় শতাংশ বাড়লেও তা আশানুরূপ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

করোনা মহামারি শুরুর পর গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। পরে ধীরে ধীরে লকডাউন শিথিল করা শুরু হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদির সরকার দাবি করতে থাকে যে, দেশের অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার ঘটছে।

তবে মোদি সরকারের সেই দাবিকেই কার্যত ভুল বলে প্রমাণ করল চতুর্থ ত্রৈমাসিকে দেশটির জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুরোদমে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু ছিল। তা সত্ত্বেও এ পরিসংখ্যান বলে দিচ্ছে, এখনও ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের অর্থনীতি।

করোনা মহামারি শুরুর পর গত অর্থবছরের প্রথম ত্রৈমাসিকেই ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার মাইনাস ২৪ শতাংশে নেমেছিল। পরের ত্রৈমাসিক থেকে অর্থনীতি একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু আগের অর্থবছরের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না দেশটি।

অবশ্য ভারতের পরিসংখ্যান দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে, ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি আট শতাংশ সংকুচিত হবে। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পূর্বাভাসে এ সংকোচনের হার সাত দশমিক পাঁচ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছিল।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কভিডে ভারতে প্রতি তিনজনে একজন দরিদ্র হচ্ছে।

এদিকে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গতকাল মঙ্গলবার কংগ্রেস সংসদ সদস্য পি চিদাম্বরম বলেন, ‘২০২০-২১ অর্থবছর ছিল গত চার দশকে ভারতের অর্থনীতির সবচেয়ে অন্ধকারময় বছর।’