Print Date & Time : 30 August 2025 Saturday 10:53 am

ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

শেয়ার বিজ ডেস্ক :  ফিফার ব্যুরো কাউন্সিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে তৃতীয় পক্ষ তথা প্রশাসক কমিটি বিলুপ্ত হওয়ার পর স্থগিতাদেশ উঠিয়ে নেয় সংস্থাটি। ফিফা জানিয়েছে, এআইএফএফ প্রশাসন দৈনন্দিন বিষয়গুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়েছে। ফিফা এশিয়ান ফুটবল কনফেডারেশন পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে যাবে এবং এআইএফএফ’কে সময়মত নির্বাচন আয়োজনে সহায়তা করবে।

ফিফা জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আর কোনো বাধা নেই।  আগামী ১১ থেকে ৩০ অক্টোবর নির্ধারিত সূচি অনুযায়ী  প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৫ আগস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করে ফিফা। সব ধরনের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমে অংশ নেয়ার যোগ্যতা হারিয়েছিল দেশটি।

ভারতের ফুটবল ফেডারশনকে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে নিষিদ্ধ করা হয়েছিল, সেটি হলো- কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটস। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এ ধরনের হস্তক্ষেপ ফিফার আইন মারাত্মকভাবে লঙ্ঘন করে। এআইএফএফ নিজেদের প্রাত্যহিক কাজে  পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না দিয়ে তিনি অফিস চালিয়ে যাচ্ছেন, যা ফিফার আইনের পরিপন্থী হিসাবে রায় দেন আদালত।