শেয়ার বিজ ডেস্ক : ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের শীর্ষ তিনে প্রবেশ করেছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। একজন এশীয় ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো তিনি এমন অবস্থানে উঠে এলেন। গৌতম আদানির সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭৪০ কোটি ডলার। খবর এনডিটিভি’র
এ তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের ইলোন মাস্ক ও জেফ বেজোস। চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের বেহনাহ আহনোঁ।
তৃতীয় শীর্ষ ধনী আদানির বিনিয়োগের তালিকা বহুমুখী। ৬০ বছর বয়সি এ ব্যবসায়ী কয়লা থেকে বন্দর, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া, বিদ্যুৎকেন্দ্র থেকে বন্দর ও বিমানবন্দর পরিচালনাসহ নানা খাতে বিনিয়োগ করেছেন।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তালিকার শীর্ষ দশে গৌতম আদানি ও বেহনাহ আহনো ছাড়া সবাই মার্কিন উদ্যোক্তা। শীর্ষ ধনী ইলোন মাস্কের সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি ডলার। এরপর বিশাল ব্যবধানে থাকা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি ডলার। তবে আদানি ও আহনোর মধ্যে সম্পদের ব্যবধান কম। ফরাসি ধনকুবেরের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৬০০ কোটি ডলার।
১১ হাজার ৭০০ কোটি ডলার নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। শীর্ষ দশের বাকিরা হলেন ওয়ারেন বাফেট (১০ হাজার কোটি), ল্যারি পেজ (১০ হাজার কোটি), সের্গেই ব্রিন (৯ হাজার ৫৮০ কোটি), স্টিভ বালমার (৯ হাজার ৩৭০ কোটি) ও ল্যারি এলিসন (৯ হাজার ৩৩০ কোটি ডলার)।