ভারতের তিন ব্যবসায়ীকে যুক্তরাজ্য থেকে ফেরানোর উদ্যোগ

 

শেয়ার বিজ ডেস্ক: ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই ও এনআইএ’র একাধিক কর্মকর্তা যুক্তরাজ্যে যাচ্ছেন। দেশ থেকে অর্থ-সম্পদ তছরুপ করে পলাতক ধনকুবেরদের দেশে ফেরানোর চেষ্টা করতে তারা এই সফর করছেন। খবর: ভয়েস অব আমেরিকা।

ভারতের এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর মতে, নীরব মোদি ও বিজয় মালিয়া দীর্ঘদিন ধরে পলাতক। ঋণখেলাপি এই পলাতক ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা যুক্তরাজ্যে যাচ্ছেন। এই তিন কেন্দ্রীয় এজেন্সির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তৈরি হওয়া একটি বিশেষ দল যুক্তরাজ্যে পাড়ি দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে।

ব্যবসায়ী নীরব মোদি ও বিজয় মালিয়ার পাশাপাশি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারিকেও দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ইউপিএ জমানায় অস্ত্র চুক্তির মধ্যস্থতা ইস্যুতে একাধিক মামলা দায়ের হয়েছিল।

যুক্তরাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে পলাতক এই তিনজনকে দেশে ফেরানোর চেষ্টা করার পাশাপাশি তাদের বিদেশে রাখা নামে-বেনামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপুল অর্থ তছরুপের অভিযোগে অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদি। এই ব্যাংকের ভারতীয় মুদ্রায় ছয় হাজার কোটি রুপির বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার পর থেকে তাকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত।

ভারতের বিভিন্ন ব্যাংক থেকে ভারতীয় মুদ্রায় ৯ হাজার কোটি আত্মসাৎ করে বিদেশে পালানোর অভিযোগে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়া। ২০১৬ সালে দেশ ছেড়েছেন ‘লিকার ব্যারন’ নামে পরিচিত এই ব্যবসায়ী।

 

অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারি ২০১৬ সালে ইডি এবং আয়কর দপ্তরের তদন্ত শুরু হওয়ার পর দেশ ছাড়েন।