ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মূ

শেয়ারবিজ ডেস্ক : ঝাড়খন্ডের সাবেক রাজ্যপাল দ্রোপদী মুর্মূ ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

তিন দফা ভোট গণনার পর বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রার্থী মুর্মূ ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনের বিরোধী দলের প্রার্থী ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা।

সাঁওতাল পরিবারে জন্ম নেওয়া দ্রৌপদীই ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি। দেশটির রাষ্ট্রপতি পদে আসিন হওয়া দ্বিতীয় নারী তিনি।ওড়িশার ময়ূরভাঞ্জ জেলার ছোট্ট গ্রাম বাইদাপোসিতে ১৯৫৮ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন দ্রৌপদী। বর্তমানে তার বয়স ৬৪ বছর। বয়স দিয়েও তিনি দুইটি নতুন রেকর্ড গড়েছেন। তিনিই এখন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। ভারতের স্বাধীনতার পর জন্ম নেওয়া কেউ এই প্রথম দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। এর পরেই দ্রৌপদী ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।।