ভারতের পুঁজিবাজারে সূচকের পতন

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পুঁজিবাজারে ফের সঙ্গী লাল রং। গতকাল সোমবার বাজার খুলতেই নিম্নগামী হলো মূল সূচকগুলো। এদিন সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ৪০ শতাংশ বা ২৬১ দশমিক ০১ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৬৪ হাজার ৯৯৮ দশমিক ৪৪। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় শূন্য দশমিক ৩২ শতাংশ বা ৬২ দশমিক ০৫ পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল ১৯ হাজার ৪৬৩ দশমিক ৫০-এর স্তরে। খবর: দ্য ইকোনমিক টাইমস।

গতকাল নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ হ্রাস পায়। এদিন সকালের ট্রেডে সেক্টরগুলোর মধ্যে প্রতিটি চলে যায় লালে। এদিন নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি মিডিয়া, নিফটি প্রাইভেট ব্যাংক, নিফটি ইনফ্রা, নিফটি কনজাম্পশন, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল গ্যাসের সূচকে বড় পতন লক্ষ্য করা গেছে। এই সূচকগুলো যথাক্রমে শূন্য দশমিক ৩৩, শূন্য দশমিক ২৬, শূন্য দশমিক ৪০, শূন্য দশমিক ৪১, শূন্য দশমিক ৪০, শূন্য দশমিক ৬৬, শূন্য দশমিক ৩৩, শূন্য দশমিক ২৮, শূন্য দশমিক ৩২, শূন্য দশমিক ৫২ এবং শূন্য দশমিক ২৬ শতাংশ হ্রাস পেয়েছে। গতকাল অনিশ্চয়তার সূচক তথা ইন্ডিয়া ভিক্সও প্রায় শূন্য দশমিক ২৬ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হয়।

সোমবার বাজারের টপ গেইনারদের তালিকায় ছিল আইএফসিআই, ইনফিবিম এভিনিউস, দিলিপ বিল্ডকন, রিলায়েন্স পাওয়ার, হিন্দুস্তান কপার, এনসিসি, মৈল, মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এসবিএফসি ফাইন্যান্স ও টিটাগড় রেইল সিস্টেমসের।

টপ লুজারের তালিকায় ছিল গ্লোবাস হেলথ, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস, বাইওকন, অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, বাজাজ ইলেকট্রিকস, প্রেস্টিজ এস্টেটস প্রজেক্টস, আপটুস ভ্যালু হাউজিং ফাইন্যান্স, এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, কেএফআইএন টেকনোলজিস, জিআর ইনফ্রাপ্রজেক্টস।