ভারতের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পুঁজিবাজারে গতকাল লাফিয়ে বাড়ল পুঁজিবাজারের সূচকগুলো। গত কয়েক দিন বাজারের নিম্নমুখী প্রবণতা চিন্তা বাড়িয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু গতকাল ফের বুলিস সাইকেল ফিরেছে পুঁজিবাজারে। খবর: ইকোনমিক টাইমস।

গত সোমবার বাজার পতনের মুখোমুখি হয়েছিল। কিন্তু গতকাল বাজার খুলতেই দেখা গেল দুর্দান্ত গতি। সকালের ট্রেডিংয়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ৩৪ শতাংশ বা ২২৪ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৬৫ হাজার ৮৭৯ দশমিক ৮৭। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বা ৬৮ দশমিক ১০ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে ছিল ১৯ হাজার ৭৬২ দশমিক ১০-এর স্তরে।

মঙ্গলবার নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় শূন্য দশমিক ৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এদিন সূচকগুলোর মধ্যে প্রতিটি ছিল সবুজে। গতকাল নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল গ্যাসের সূচকে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ করা গেছে। এই সেক্টরগুলোর সূচক যথাক্রমে শূন্য দশমিক ৩৮, শূন্য দশমিক ২৮, শূন্য দশমিক ৪১, শূন্য দশমিক ৫২, শূন্য দশমিক ৪৪, শূন্য দশমিক ২৪, শূন্য দশমিক ৯৯, ১ দশমিক ০১, শূন্য দশমিক ৫৭, শূন্য দশমিক ৪২, শূন্য দশমিক ৫৬ এবং শূন্য দশমিক ৪১ শতাংশ ঊর্ধ্বগতিতে ছিল। অন্যদিকে ইন্ডিয়া ভিক্স প্রায় শূন্য দশমিক ৪১ শতাংশ নিম্নগামী হয়েছিল।

এদিন সেনসেক্সে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আলট্রাটেক সিমেন্ট, মারুতি সুজুকি ইন্ডিয়া, লারসেন অ্যান্ড টারবো, টাটা মোটরস, এশিয়ান পেইন্টস, সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার ও আইসিআইসিআই ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি ছিল।