ক্রীড়া প্রতিবেদক: গত বছর কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। সেখান থেকেই ভারতীয় ফুটবল সংগঠকদের নজর কেড়েছিলেন জামাল ভুঁইয়া। তখনই নাকি আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশ দলের এ অধিনায়ক। এবার জানা গেল, আইএসএলের নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সঙ্গে জামাল ভূঁইয়ার এজেন্টের বেশ আলোচনা চলছে। ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম এই তথ্য প্রকাশ করেছে। এখন দুইয়ে-দুইয়ে চার মিলে গেলেই পরের মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যাবে তাকে।
জামাল এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলেন। করোনার কারণে আপাতত লিগ বন্ধ থাকায় এ তারকা এখন রয়েছেন দেশের বাইরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই সবার খোঁজখবর রাখছেন তিনি। এরই মধ্যে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
ভারতীয় লিগে জামালের খেলার প্রস্তাব পাওয়ার ব্যাপারে তার এজেন্ট জানিয়েছেন, ‘আলোচনা এখন খুবই প্রাথমিক পর্যায়ে। ক্লাবটির অফিসিয়ালরা জানিয়েছে, তারা এখনও তাদের কোচ চূড়ান্ত হয়নি। কোচ নিয়োগ হলে আমরা আলোচনা আরও এগিয়ে নিতে পারব। আমরা অবশ্য নর্থ-ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্সের সঙ্গেও আলোচনা করেছি। এফসি গোয়ার সঙ্গেও কথা হয়েছিল। তবে তাদের ওই পজিশনে খেলোয়াড় ঠিক হয়ে আছে।’
এদিকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব দেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে উড়িষ্যা ক্লাবের এক পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘এটা পুরোপুরি বাজে কথা। জামালের এজেন্ট উড়ো খবর তৈরির চেষ্টা করছে।’
সাধারণও দলবদলের আগে এমন অনেক কথায় অনেকে বলে থাকেন। তবে এসব নিয়ে কেউ তেমন ভাবেননি। শেষ পর্যন্ত তাই জামাল ভূঁইয়া আইএসএলের কোন ক্লাবে যোগ দেন, তাহলে মামুনুল ইসলামের পর তিনি হবেন এই টুর্নামেন্টে খেলা দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার।