নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী আজ পর্যন্ত বাংলাদেশ কিছু পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আজ পানি বণ্টন নিয়ে তাদের সঙ্গে যে চুক্তি করা হয়েছে, তাতে পানির যে হিস্যা, সেটি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, তাতে কোনো দিন আমরা সেই পানি পাব না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
ফেনী নদী থেকে প্রতিদিন চার লাখ লিটার পানি ভারতকে দিতে হবে উল্লেখ করে মওদুদ বলেন, ‘এটা কি একটা দেশপ্রেমিক সরকারের দৃষ্টান্ত হতে পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই ভারত থেকে কিছুই আদায় করতে পারেননি, সব সময় দিয়েই এসেছেন।’
মওদুদ বলেন, ‘আমাদের অভিন্ন ৫৪টি নদী আছে। আজ ভারত গঙ্গার পানি তুলে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী আমরা পানি পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাব না। তাদের দেওয়ার যদি কিছু থাকত, তারা ১০ বছর আগেই দিত। এ নদীর ওপরে তারা ছোটখাটো ৩৮টি বাঁধ তৈরি করে। এর মানে হচ্ছে পানির গতিপথ ফিরিয়ে দেওয়া।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় কষ্টে আছেন বলে মন্তব্য করে মওদুদ বলেন, ‘তার স্বাস্থ্যের অবস্থা খুবই করুণ। অমানবিক সরকার তাকে জামিন দিচ্ছে না।’ তিনি বলেন, ‘বিচার বিভাগ থেকে ন্যায়বিচার শব্দটি উধাও হয়ে গেছে। ন্যায়বিচার বলতে যেটি বোঝায়, সেটি বাংলাদেশের বিচার বিভাগে নেই। এ সরকার সংবিধানসম্মত নির্বাচিত সরকার নয়। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই জনগণকে ভয় পায়। আর দুর্নীতি সরকারের অঙ্গ-প্রতঙ্গে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সরকারের লোকজনই প্রমাণ করেছে, তারা কতটা ?দুর্নীতিপরায়ণ।’
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে মওদুদ বলেন, ‘আজ খালেদা জিয়ার জামিন হয় না। যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তাতে তার কোনো সম্পৃক্ততা ছিল না। কোথাও তার সই নেই। তিনি জামিন পাবেন না কেন? আমাদের আইনেই আছে, মহিলা যদি হয়, অসুস্থ যদি হয়, তাকে জামিন দিতে হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরাও জামিন পান। তিনি পাচ্ছেন না। খালেদা জিয়া তো সাত দিনও জেলে থাকার কথা নয়।’
বিএনপির এ নেতা বলেন, ‘আজ রাজনৈতিক প্রভাবের কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় অত্যন্ত কষ্টে আছেন। তার শরীরের অবস্থা খুবই করুণ। কিন্তু তাকে জামিন দেওয়া হয় না। তিনি কোনো দিন প্যারোলে মুক্ত হয়ে আসবেন না। তিনি রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়ে আসবেন। তিনি সেভাবেই মানসিকভাবে প্রস্তুত’ বলেও মন্তব্য করেন মওদুদ আহমেদ।