শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা চুক্তি করতে চায়। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, সেপা অবশ্যই হবে ভারতের সঙ্গে, তবে কিছুটা সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চায় বাংলাদেশ।
টিপু মুনশি আরও জানান, বিদ্যুৎচালিত গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।
এর আগে ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে উদার দেশ। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরও বেশি বিনিয়োগ করুন।
আজ বুধবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।