শোবিজ ডেস্ক :কিছুদিন আগে কলকাতার চলচ্চিত্র ‘কণ্ঠ’ নিয়ে ব্যস্ত ছিলেন জয়া আহসান। এর ব্যস্ততা শেষ হতে না হতেই নতুন খবর নিয়ে পর্দায় আসছেন দুই বাংলার অন্যতম এ অভিনেত্রী। খবর তো নয়, রীতিমতো চমক। এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তাও আবার এটি নির্মিত হচ্ছে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও। এখানে জয়া অভিনয় করছেন ভারতের প্রথম নারী সিরিয়াল কিলারের চরিত্রে। অরিন্দম শীলের নির্মিতব্য বিগ বাজেটের এ সিরিজের নাম ‘ত্রৈলোক্য’, যার নামভূমিকায় থাকছেন জয়া আহসান। এ বিষয়ে জয়া বলেন, ভারতে আমার প্রথম ছবি ‘আবর্ত’। নির্মাণ করেছিলেন টলিউডের অন্যতম অভিনেতা ও নির্মাতা অরিন্দম শীল। নির্মাতা হিসেবে এটি তার প্রথম ছবি ছিল। এবার তার প্রথম ওয়েব সিরিজে কাজ করছি। এটা আমার প্রথম ওয়েব সিরিজ। এ কাজটির জন্য চূড়ান্ত হয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জের। এদিকে পরিচালক অরিন্দম শীল বলেন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ বইয়ে প্রথম ত্রৈলোক্য তারিণীর রেফারেন্স পান তিনি। তারপর তাকে নিয়ে জানার আগ্রহ বাড়ে। ১৮০০ শতকের মাঝামাঝি এ মহিলা সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন বিস্ময়কর। দীর্ঘদিন ধরে তাকে নিয়ে গবেষণা হয়েছে। বলা হয়ে থাকে, ত্রৈলোক্য ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন ও কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা সবই থাকবে এ সিরিজে। ত্রৈলোক্য তারিণীকে নিয়ে গবেষণার কাজটি করেছেন শর্বরী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্ত। এ ওয়েব সিরিজের চিত্রনাট্য তারাই লিখেছেন। এখানে ত্রৈলোক্য চরিত্রে জয়া আহসান ছাড়াও গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে টোটা রায় চৌধুরী আর জয়ার বিপরীতে কালী বাবুর চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতাকে ভাবা হচ্ছে। পুরো সিরিজের আবহসংগীত তৈরি করবেন বিক্রম ঘোষ। ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে দুর্গাপূজার পর। তিনি আরও বলেন, এ চরিত্রের জন্য একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল। চরিত্রটার মধ্যে চার-পাঁচটা স্তর আছে। তাই জয়া ছাড়া আমাদের আর কারও নাম মাথায় আসেনি। ‘ত্রৈলোক্য’ দেখা যাবে জি-ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে। প্রযোজনা করছে জ্যোতি প্রোডাকশন।

Print Date & Time : 8 September 2025 Monday 12:58 pm
ভারতের সিরিয়ালে জয়া
বিনোদন ♦ প্রকাশ: