শেয়ার বিজ ডেস্ক : সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি দাবি করেছেন, সরকার মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ও স্বাধীনতার কথা বলে বন্ধুত্ব রক্ষার নামে একের পর এক ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। আমাদের সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে দেশবিরোধী বিভিন্ন চুক্তি করার কারণেই ভবিষ্যতে সাম্প্রদায়িকতার পথ তৈরি করে দিচ্ছে; যার কারণেই আজ দেশের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
গতকাল বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জাতীয় স্বার্থবিরোধী পিএসপি-২০১৯ বাতিল করাসহ বিদেশি কোম্পানি নয়, জাতীয় সক্ষমতা অর্জনে বাপেক্সকে শক্তিশালী করার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির বরিশাল শাখা এই বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে। সূত্র: বাংলা ট্রিবিউন
আনু মুহাম্মদ বলেন, বিগত জোট সরকারের সময় শেখ হাসিনা গ্যাস রফতানি বন্ধ রাখার ওয়াদা করে ক্ষমতায় এসে ভোল পাল্টে এখন গ্যাস বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার একদিকে বেশি দামে গ্যাস আমদানি করবে, অন্যদিকে নিজের দেশের গ্যাস বাইরে রফতানি করার চুক্তি করছে। সরকার বলে এক কথা আর কাজ করে আরেকÑএই হলো আমাদের মুক্তিযুদ্ধের সরকার।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী এতই দয়ালু যে, আমরা তিস্তার পানি পাই না, অন্যদিকে ফেনী নদীর পানি দিয়ে আসি। এটা ভারতের কাছে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই না।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশে গ্যাস নেই এমন অজুহাতে সুন্দরবন ধ্বংসে রামপালে কয়লাভিত্তিক ও পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে। বিদেশ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করা হচ্ছে। অথচ সাগরের তেল-গ্যাস উত্তোলনে সরকার যে পিএসসি অনুমোদন দিয়েছে সেখানে গ্যাস রফতানির বিধান রাখা হয়েছে। এটি দেশের জনগণের সঙ্গে তামাশা।
বরিশাল জেলা কমিটির আহ্বায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন–কেন্দ্রীয় সদস্য কমরেড অধ্যাপক আবদুস ছত্তার, কেন্দ্রীয় সদস্য অ্যাড. সোহেল আহমেদ, কেন্দ্রীয় সদস্য মনির উদ্দিন পাপ্পু, কমরেড হালিম, সদস্য দেওয়ান আবদুর রসিদ নিলু, সদস্য কমরেড অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, সদস্য কমরেড দুলাল মজুমদার, বরিশাল জেলা কমিটির সদস্য সচিব কমরেড শাহ আজিজ খোকন ও বরিশাল বাসদ নেতা মিঠুন চত্রবর্তীসহ অনেকে।