Print Date & Time : 28 August 2025 Thursday 3:03 pm

ভারতের ১৩ গুণ দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে বাংলাদেশে!

বিশেষ প্রতিনিধি: সপ্তাহখানেক ধরে কাঁচা মরিচের বাজারে চলছে অস্থিরতা। ঈদুল আযহার সপ্তাহখানেক আগেও কাঁচা মরিচ ছিল ১২০-১৩০ টাকা কেজি। তবে হঠা করেই করে বাড়তে শুরু করে কাঁচাবাজারের এ পণ্যটির দাম। ঈদের একদিন আগেই তা গিয়ে ঠেকে ৪০০ টাকায়। যদিও কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে তাতে কোনো কাজ হয়নি।

এদিকে ঈদের ছুটিতে বিভিন্ন কাঁচা পণ্যের মতো মরিচের সরবরাহও কমে গেছে। এতে ঈদের দিন থেকে আরও দ্রুত বাড়তে শুরু করে কাঁচা মরিচের দাম। পরের দুই দিনে তা হাজার টাকা কেজিতে গিয়েছে ঠেকেছে। তবে কিছু জায়গায় এখনো ৬০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। অথচ প্রতিবেশি দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাঁচা মরিচের দাম অনেক কম।

কমোডিটি অনলাইন ডটকমের তথ্যমতে, ভারতে বর্তমানে কাঁচা মরিচের দাম গড়ে প্রতি কুইন্টাল (১০০ কেজি) ৫ হাজার ৭২৩ রূপি বা ৭ হাজার ৫৪২ টাকা (১ রূপী = ১.৩২ টাকা)। এতে প্রতি কেজির দাম পড়ে ৭৫ টাকার মতো। আর দেশে প্রতি কেজির দাম এক হাজার টাকা ধরলে ভারতের প্রায় ১৩ গুণ দামে বাংলাদেশে কাঁচা মরিচ বিক্রি হয়েছে আজ বিভিন্ন জেলায়।

যদিও ভারতে আজ কাঁচা মরিচের সর্বনিম্ন দাম ছিল প্রতি কুইন্টাল ১৭০ রূপী বা ২২৪ টাকা। এতে প্রতি কেজির দাম পড়ে ২ টাকা ২৪ পয়সা। আর সর্বোচ্চ দাম ছিল প্রতি কুইন্টাল ৩৭ হাজার রূপী বা ৪৮ হাজার ৮৪০ টাকা। এতে প্রতি কেজির দাম পড়ে ৪৮৮ টাকা। ভারতের ত্রিপুরার গোমতী জেলার গারঝি বাজারে এ দাম ছিল।

ভারতের অন্যান্য রাজ্যে কাঁচা মরিচের দাম তুলনামূলক অনেক কম ছিল। এর মধ্যে উত্তর প্রদেশে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে গড়ে ৩৬ দশমিক ৬২ রূপী বা ৪৮ টাকা, পাঞ্জাবে ২৫ রূপী বা ৩৩ টাকা, কেরালায় ১৫১ রূপী বা ২০০ টাকা, গুজরাটে ৬২ দশমিক ৫০ রূপী বা ৮২ টাকা ৫০ পয়সা, কর্ণাটকে ৬২ রূপী বা ৮২ টাকা এবং অন্ধ্র প্রদেশে ৫৫ রূপী বা ৭২ টাকা।

এদিকে পাকিস্তানের করাচিতে আজ কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ পাকিস্তানি রূপীতে, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ টাকা দাম পড়ে। লাহোরে এ দাম ছিল ১০৩ পাকিস্তানি রূপী বা ৩৮ টাকা, ইসলামাবাদে ছিল ১৪০ রূপী বা ৫৩ টাকা। এছাড়া শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ১৩০ শ্রীলঙ্কান রূপী বা ৪৬ টাকা। দেশটির আরেক প্রদেশে কাঁচা মরিচের দাম ছিল ১৬৩ রূপী বা ৫৭ টাকা। আর নেপালে প্রতি কেজি কাঁচা মরিচ আজ বিক্রি হয়েছে ১৪০ নেপালী রূপী বা ১১৫ টাকায়।

অন্যদিকে বাংলাদেশের সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহের বিভিন্ন বাজারে কাঁচা মরিচ এক হাজার টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া খুলনায় তা ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। তবে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আরও পড়ুন

কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা [1]