ভারতের ৮ হাজার অতি ধনী দেশ ছাড়তে পারেন

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছর ভারতের অন্তত আট হাজার অতি ধনী দেশ ছাড়তে পারেন। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। খবর: টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, দেশত্যাগ করে অন্য দেশে পাড়ি জমানোর নেপথ্যে মূলত কাজ করছে ভারত সরকারের কড়া কর নীতিমালা আর শক্তিশালী পাসপোর্টের অধিকারী হওয়ার বাসনা। মানুয়ের ব্যক্তিগত সম্পদ ও অভিবাসন গতিবিধি নিয়ে হেনলি গ্লোবাল সিটিজেন্সের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

হেনলির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রযুক্তি খাতের তরুণ ব্যবসায়ীরা দ্বৈতনাগরিকত্বের দিকে ঝুঁকছেন। অন্য দেশে ব্যবসা ধরার জন্য তাদের অনেকে দেশ ছাড়ছেন।

তবে ভারতে আগামী ১০ বছরে মিলিয়ন আর বিলিয়ন মার্কিন ডলারের মালিকের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করেছে হেনলি। এ হার যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে ১০ শতাংশ।

২০২২ সালে বিপুলসংখ্যক ভারতীয় যেসব ধনী ব্যক্তি দেশ ছাড়বেন, তাদের বেশির ভাগ দুবাই ও সিঙ্গাপুরের পাশাপাশি ইউরোপের দেশগুলোকে পছন্দের তালিকায় রাখছেন। এ তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া, ইসরাইল, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, গ্রিস, কানাডা ও নিউজিল্যান্ড।

হেনলি পার্টনারসের বিজনেস ডেভেলপমেন্টের গ্রুপ হেড নির্ভয় হান্ডা বলেন, শুধু ভারত নয়, এশিয়ার অনেক দেশের ধনীরা সিঙ্গাপুর ও দুবাইকে তাদের ভবিষ্যত গন্তব্য করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। তালিকায় থাকা অন্য দেশগুলোও অবকাঠামোগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে বিধায় তাদের প্রতি আগ্রহী হয়েছেন ধনীরা। উন্নত জীবনমান, তুলনামূলক উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধার জন্য ধনীরা ভারত ছেড়ে এসব দেশে পাড়ি জমাতে চান, বিশেষ করে কভিড পরিস্থিতির কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হান্ডা।

করা নিয়ে কাজ করা ভারতের প্রতিষ্ঠান খৈতান অ্যান্ড কোং জানায়, ভিসাসংক্রান্ত জটিলতা ও ব্যক্তিগত কড়া কর নীতি থেকে মুক্তি চান অতি ধনীরা।