ভারতে একাধিক রাজ্যে বন্যা-ভূমিধসে মৃত্যু ৩৫

শেয়ার বিজ ডেস্ক: ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় হিমাচল প্রদেশে এক পরিবারের ৮ জনসহ অন্তত ২২ জন মারা গেছেন। খবর: এনডিটিভি।

হিমাচল প্রদেশে আহত হয়েছেন আরও ১০ জন। এ  রাজ্যের প্রধান শহর মান্দিতে নিখোঁজ ৬ জনও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে, ১০ জন নিখোঁজ। রাজ্যের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় এবং একাধিক সেতু ভাসিয়ে নেয়ায় কয়েক হাজার গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

আগে থেকে বন্যাকবলিত উড়িষ্যার একাধিক অংশে নতুন করে ভারী বর্ষণ বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যটির ৫০০ গ্রামের কয়েক লাখ বাসিন্দা আগে থেকে বন্যায় আক্রান্ত। নতুন করে ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলীয় এ রাজ্যের সরকার এরই মধ্যে ময়ুরভাঞ্জ, কেন্দ্রপারা ও বালাসোরসহ একাধিক জেলায় উদ্ধার ও ত্রাণ সরবরাহ দল মোতায়েন করেছে।

গত শনিবার ভারতের পূর্বমধ্যাঞ্চলের মহানদী নদীতে তীব্র স্রোতে একটি নৌকা ভেসে যাওয়ার পর এর ৭০ আরোহীকে উদ্ধার করা হয়েছে। এ নদীটি ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্য অতিক্রম করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।

তুমুল বৃষ্টিপাতে ঝাড়খণ্ড রাজ্যের একাধিক জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি অনেক এলাকার গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ওয়েস্ট সিংবাম জেলায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজের ঘরের মাটির দেয়াল ওই নারীর গায়ের ওপর পড়েছিল। এছাড়া রামগড় জেলায় ফুঁসে ওঠা নালকারি নদীতে ডুবে মৃত্যু হয়েছে আরও দুইজনের।

আজ সোমবার রাজস্থানের পূর্বে তুমুল বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।