ভারতে কভিডে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

শেয়ার বিজ ডেস্ক : ভারত করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। যদিও দেশটিতে এখন সংক্রমণ বিস্তারের গতি কিছুটা হ্রাস পেয়েছে। তাই আগের পূর্বাভাসের চেয়ে সংক্রমণের এ সংখ্যা কম। খবর : রয়টার্স।

গত সেপ্টেম্বরে ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ছিল ৯৮ হাজার। এটিই ছিল দেশটিতে দৈনিক আক্রান্তের সর্বোচ্চ পর্যায়। তবে ধীরে ধীরে সংক্রমণের হার কমতে থাকে। ডিসেম্বরে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার। যুক্তরাষ্ট্রের পরেই সর্বোচ্চ আক্রান্তের অবস্থানে রয়েছে ভারত। তবে সংক্রমণের গতি এখন ধীর হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দূরত্ব ক্রমে বাড়ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১৫২ জন ও মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ১০ লাখ সংক্রমণ হয়েছে এক মাসে। মহামারি শুরু হওয়ার পর এটি ছিল দ্বিতীয় ধীর সংক্রমণের মাস।

ভারতে শিগগিরই করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হচ্ছে। এর মধ্যে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও ভারতে তৈরি ভারত বায়োটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের অপেক্ষায় আছে। তবে সংক্রমণের গতি ধীর হওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক ভারতীয় হয়তো ইতোমধ্যেই প্রাকৃতিকভাবে আক্রান্ত হওয়ায় শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে।

এ প্রসঙ্গে ভারতের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রাজ্য মহারাষ্ট্রের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এটির একটি বড় অংশে আছে হার্ড ইমিউনিটি, যা সংক্রমণ রোধে আমাদের সাহায্য করছে।’