ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ২০

শেয়ার বিজ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর: টাইমস অব ইন্ডিয়া।
শহর থেকে এই কারখানার দূরত্ব বেশি হওয়ায় অনেক শ্রমিক তাদের পরিবার নিয়ে এখানেই বসবাস করেন। সে কারণে আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে, যারা কারখানার ভেতরেই থাকে বেশিরভাগ সময়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সকালে ৯টা ৪৫ মিনিটের দিকে মহারাষ্ট্রের ধুলে-এর কাছে শিরপুরের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কারখানার ভেতরে ৭০ কর্মী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রীপুরের মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন নামের ওই কেমিক্যাল কম্পাউন্ডের ভেতরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, আশেপাশের গ্রামেও কম্পন অনুভূত হয়েছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে।
প্রতিবেদনে লেখা পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দল। তারা জানিয়েছে, কারখানার এক প্রান্তে ২০০ লিটার কেমিক্যাল ছিল, সেখানে আগুণ লাগলে কারখানার অন্য অংশেও ছড়িয়ে পড়ে। ওই অংশেও কেমিক্যাল থাকায় আগুন আরও তীব্র হয়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। কর্তৃপক্ষের আশঙ্কা, এ ধোঁয়া বিষাক্ত প্রমাণিত হতে পারে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে।