ভারতে চালু হলো অ্যাপল স্টোর

শেয়ার বিজ ডেস্ক: ভারতে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের রিটেইল স্টোর চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দেশটির প্রথম এ স্টোর উদ্বোধন করেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। খবর: এনডিটিভি।

ভারতে প্রথমবারের মতো অ্যাপল স্টোর চালু হওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্টোর উদ্বোধন উপলক্ষে কমপ্লেক্স এলাকায় জড়ো হন অনেক অ্যাপলভক্ত। তারা লম্বা সারিতে দাঁড়িয়ে উদ্বোধন মুহূর্তের জন্য অপেক্ষা করেন। দূরদূরান্ত থেকে অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন।

টিম কুক স্টোরের প্রধান ফটক খুলে দিলে অ্যাপলভক্তরা উল্লাসে ফেটে পড়েন। তারা হাততালি দেন, হর্ষধ্বনি করেন। আগত অ্যাপলভক্তদের উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান টিম কুক। ২৮ হাজার বর্গফুটের এ স্টোরের উদ্বোধন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অ্যাপল স্টোর উদ্বোধন করতেই টিম কুক ভারতে এসেছেন। গত সোমবার তিনি টুইট বার্তায় বলেন, হ্যালো, মুম্বাই! আগামীকাল (মঙ্গলবার) নতুন অ্যাপল স্টোরে গ্রাহকদের স্বাগত জানাতে আমরা উš§ুখ।

আগামীকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আরেকটি রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে অ্যাপল। এটি হবে ভারতে অ্যাপলের দ্বিতীয় রিটেইল স্টোর।

মুম্বাইয়ে অ্যাপলের রিটেইল স্টোর চালু হওয়ায় এখন একই ছাদের নিচে বিশ্বখ্যাত এ প্রযুক্তি প্রতিষ্ঠানের সব ধরনের পণ্য, সেবা ও অ্যাকসেসরিজ পাবেন ভারতীয় গ্রাহকরা।

ভারতে অ্যাপলের আইফোন বেশ জনপ্রিয়। পাশাপাশি দেশটিতে আইফোন তৈরি দ্রুত বাড়ছে।

সম্প্রতি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বিশ্বে যত আইফোন তৈরি হয়েছে, তার ৭ শতাংশ হয়েছে ভারতে। অর্থমূল্যে যার পরিমাণ ৭০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তিনগুণ বেশি।

জানা গেছে, আইফোনের পাশাপাশি আইপ্যাডও ভারতে তৈরির পরিকল্পনা করছে অ্যাপল। আইপ্যাড তৈরির বিষয়ে ২০২২ সালে ভারত সরকারের সঙ্গে আলোচনা করলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি।

ধারণা করা হচ্ছে, চীনের পর আইপ্যাড তৈরির বিকল্প দেশ হিসেবে ভারতকে বিবেচনা করছে অ্যাপল।