Print Date & Time : 17 August 2025 Sunday 8:54 pm

ভারতে টানা দুদিন করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে

শেয়ার বিজ ডেস্ক: ভারতে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত দুদিনে দেশটিতে সংক্রমণসংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। গতকালও দেশটিতে করোনা সংক্রমণ দুই লাখ ১৭ হাজার এবং মৃত্যু হয়েছে প্রায় এক হাজার ২০০ মানুষের। এ পরিস্থিতিতে গতকাল শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইয়ের অধীনে থাকা কলকাতা শহরের একাধিক দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছেÑভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্লানেটোরিয়াম ও সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। খবর: এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই এএসআইয়ের অধীনে থাকা সকল মিউজিয়াম ও স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এ নির্দেশিকা জারি করেছে দেশটির  কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়।

ভারতে এএসআইয়ের অধীনে রয়েছে তিন হাজার ৬৯৩টি সৌধ ও ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরসহ দেশের একাধিক দর্শনীয় স্থানের। স্বভাবতই এই জায়গাগুলোয় ভিড়ও হয়। করোনা সংক্রমণ রুখতে আগামী ১৫ মে পর্যন্ত এসব জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা কার্যকর হচ্ছে শুক্রবার থেকেই। ফলে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার দর্শনীয় স্থানগুলো। জগন্নাথ মন্দির ও সোমনাথ মন্দিরে পূজা হলেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা দুই লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৭ হাজার ৩৫৩ জন। দেশে দৈনিক সংক্রমণের নতুন এই রেকর্ডে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে এক হাজার ১৮৫ জন। মহামারি শুরুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৭৪ হাজার ৩০৮।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫৮৮। সুস্থতার হার ৯০ দশমিক আট শতাংশ। আর এখন পর্যন্ত দেশটিতে টিকা নিয়েছে ১১ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার ২৩৮ জন।