শেয়ার বিজ ডেস্ক: ভারতের উত্তরকাশীতে গত ১২নভেম্বর টানেল দুর্ঘটনার পর এখনও আটকে রয়েছেন ৪১ শ্রমিক। এই দুর্ঘটনার জন্য আদানি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। খবর: ভয়েস অব আমেরিকা।
শ্রমিকদের কীভাবে টানেলের মধ্য থেকে বাইরে বের করে আনা যায়, তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের যন্ত্র অগার মেশিন ভেঙে যাওয়ার পর থেকে উদ্ধারকাজে বড় ধাক্কা এসেছে। এখন পাহাড়ের ওপর থেকে উলম্বভাবে খনন চালিয়ে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। সময়সাপেক্ষ হলেও এটাই এখন উদ্ধারের অন্যতম উপায়।
এই পরিস্থিতির মাঝেই আলোচনা শুরু হয় উত্তরকাশীর সিল্কয়ারা টানেল খোঁড়ার কাজের দায়িত্বে ছিল আদানি গোষ্ঠী। এই খবরে যখন গোটা দেশ আন্দোলিত, তখন এ নিয়ে মুখ খুলল গৌতম আদানির প্রতিষ্ঠান।
অভিযোগ অস্বীকার করে গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের নজরে এসেছে, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের সঙ্গে আমাদের নাম জড়াচ্ছে। যারা এটা করছেন তাদের তীব্র নিন্দা করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, এই টানেল তৈরির কাজের সঙ্গে আদানি গোষ্ঠী বা তার কোনো অঙ্গপ্রতিষ্ঠান বা কোনো সহযোগী সংস্থার পরোক্ষ বা প্রত্যক্ষ সংযোগ নেই। এই বিবৃতিতে আরও বলা হয়েছে টানেল খোঁড়ার কাজে যে সংস্থা রয়েছে, তাতে তাদের কোনো শেয়ারও নেই।
আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্সের তত্ত্বাবধানে চলছে টানেল কাটার কাজ। এই কাজে প্রথমে ব্যবহার করা হয়েছিল অগার মেশিন। সেই মেশিন ধ্বংসস্তূপ কাটতে কাটতে শ্রমিকদের কাছে যাওয়ার রাস্তা পরিষ্কার করার কথা ছিল। কিন্তু শ্রমিকদের থেকে ১০ মিটার দূরে মেশিনটি বিকল হয়ে যায়।
তব গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, যেকোনো মুহূর্তে শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে।