Print Date & Time : 8 August 2025 Friday 7:46 am

ভারতে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৯ জন। আটজন মারা যান এলাহাবাদে, ৬ জন মির্জাপুরে, দুজন কোসাম্বিতে এবং একজন জওনপুরে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটে।

দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আলাহবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন কাউশাম্বিতে ২ জন এবং জৈনপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ত্রাণ কমিশন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতে প্রয়াগরাজে ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে নিহতদের পরিবারে ৪ লাখ করে রুপি দেয়ার নির্দেশ দিয়েছেন।