শেয়ার বিজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে গত রোববার ভয়াবহ বজ্রপাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। আগের দিন গত শনিবার বজ্রপাতে মৃত্যু হয় আরও একজনের। এছাড়া গত ১৮ ও ২০ জুলাই সাপের কামড়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের এক বিবৃতিতে হতাহতের এ খবর নিশ্চিত করা হয়েছে। খবর: এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, কানপুর ও ফতেহপুরে সাতজন করে, ঝাঁসিতে পাঁচজন, জালাউনে চারজন, হামিরপুরে তিনজন, গাজীপুরে দুজন এবং জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে একজন করে বজ পাতের শিকার হয়েছেন। গত রোববারের ভয়াবহ বজ পাতে তাদের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে এসব প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন। ঘটনার শিকার প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।