ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪

শেয়ার বিজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে পৌঁছেছে। হাজার হাজার মানুষ ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছে। বৃষ্টির কারণে ২২টি আন্তঃরাজ্য ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। খবর: বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে এ বন্যা দেখা দিয়েছে। বন্যায় উত্তর প্রদেশের অধিকাংশ জেলা এবং বিহারের পাটনাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উত্তর প্রদেশ রাজ্য সরকারের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ৯৩ জন মারা গেছে। রাজ্যের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় বিহারে মারা গেছে ২৯ জন।
কর্মকর্তারা বলছেন, বন্যার কারণে উত্তর প্রদেশ ও বিহার উভয় রাজ্যে সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে বন্যার মারাত্মক প্রভাব পড়েছে।
বিহারের প্রধান শহর পাটনায় বন্যার ব্যাপকতা সবচেয়ে বেশি। প্রধান সড়কে নৌকা দিয়েও লোকজনকে চলাচল করতে দেখা গেছে। রাজ্য সরকার ভারতীয় বিমানবাহিনীর কাছে হেলিকপ্টার ও মেশিন দিয়ে পানি নিষ্কাশনে সাহায্য চেয়েছে। উত্তর প্রদেশের অবস্থাও প্রায় একই রকম। এ ছাড়া ভারতের উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, রাজস্থান ও মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টি হয়েছে গতকাল। এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় এত বৃষ্টি একেবারেই ‘অপ্রত্যাশিত’।