Print Date & Time : 14 September 2025 Sunday 7:21 pm

ভারতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে

শেয়ার বিজ ডেস্ক: ভারতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। এ নিয়ে দেশটিতে এলপিজির দাম এক মাসের ব্যবধানে দুবার কমল। যদিও রান্নার গ্যাসের দাম এখনও আগের পর্যায়ে রয়েছে। খবর: আনন্দবাজার।

একই সঙ্গে বিমানের জ্বালানি জেট ফুয়েলের দামও কমানো হয়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৭১ দশমিক ৫০ রুপি কমিয়েছে। তাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৮৫৬ রুপি।

কলকাতায় সেই দাম পড়বে ১ হাজার ৯৬০ দশমিক ৫০ রুপি।

গত সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে হোটেল, রেস্তোরাঁসহ বাণিজ্যিক কাজে ব্যবহƒত গ্যাসের গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১ এপ্রিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১ দশমিক ৫০ রুপি কমিয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো।

বিমান জ্বালানি জেট ফুয়েলের দাম কিলোলিটার প্রতি ২ হাজার ৪১৪ রুপি করে কমানো হয়েছে। তাতে ভারতের নয়াদিল্লিতে প্রতি কিলোলিটার জেট ফুয়েলের দাম পড়ছে ৯৫ হাজার ৯৩৫ রুপি। এ নিয়ে টানা তিন মাস জেট ফুয়েলের দাম কমল ভারতে। প্রতি মাসের ১ তারিখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভারতে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়।