Print Date & Time : 20 July 2025 Sunday 5:32 pm

ভারতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ২০

শেয়ার বিজ ডেস্ক : ভারতের তামিলনাড়– রাজ্যে কন্টেইনারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরে রাজ্যের তিরুপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি। 

পুলিশ জানিয়েছে, ৪৮ যাত্রী নিয়ে বাসটি তিরুপর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসছিল কন্টেইনারবাহী একটি ট্রাক। ট্রাক থেকে খুলে আসা কন্টেইনারের সঙ্গে ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কয়েকজন চাপা ছিলেন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে

আশঙ্কা পুলিশের। আহত ২৩ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির অধিকাংশ যাত্রীই কেরালার বাসিন্দা।

কেরালার পরিবহনমন্ত্রী একে সাসীন্দ্রন জানিয়েছেন, রাজ্য সরকার পরিচালিত ভলভো বাসটি কর্নাটকের বেঙ্গালুরু থেকে তামিলনাড়– হয়ে কেরালার এরনাকুলাম যাচ্ছিল।বাসটির যাত্রী ধারণক্ষমতা ৫০ জনের বেশি। দুর্ঘটনায় সাদা রঙের যাত্রীবাহী বাসটির ডান পাশ দুমড়েমুচড়ে গেছে। চালকের বসার আসনটি চুরমার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটিকে একপাশে হেলে থাকতে দেখা গেছে। প্রতক্ষ্যদর্শীরা বলছে, তীব্র গতিতে ছুটতে থাকা মালবাহী লরির চাকা ফেটে যাওয়ার পর কন্টেইনারটি ছিটকে রাস্তা দিয়ে ছুটে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের গায়ে ধাক্কা দেয়। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা।

কন্টেইনারবাহী লরিটি তামিল নাড়–র কোইমবাটোর থেকে এসেছিল। দুর্ঘটনার পর থেকে এর চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।