শেয়ার বিজ ডেস্ক: ভারতে খাদ্য ও মুদিপণ্য বিক্রির অনুমোদন পেয়েছে অ্যামাজন। এর মাধ্যমে দ্রুত বর্ধনশীল অর্থনীতির বাজারে নিজেদের ব্যবসার পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ভারতের বাজারে দেশটির স্থানীয় প্রতিষ্ঠান ফ্লিপকার্টের সঙ্গে প্রতিযোগিতা করছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবার দেশটিতে খাবার বিক্রির মাধ্যমে অবস্থান আরও পোক্ত করছে তারা।
সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করলেও খাদ্যপণ্য বিক্রি পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যামাজন।
এ বিষয়ের সঙ্গে জড়িত এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য খাতে ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর আগে দেশটিতে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে তারা।
সস্তা স্মার্টফোন, ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি ও অত্যধিক মূল্যছাড়ের কারণে ভারতের বাজারে গ্যাজেটস, কাপড়সহ খাদ্যপণ্যের অনলাইন বিক্রি বেড়েই চলেছে।
বর্তমানে ভারতে অ্যামাজন প্যান্ট্রির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করে থাকে অ্যামাজন। এতে ক্লাউডটেইলের মতো জয়েন্ট ভেঞ্চারসহ বেশ কিছু প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে।
এছাড়া বিগ বাজার, স্টার বাজার ও হাইপারসিটি’র সঙ্গে অ্যামাজন নাও অ্যাপের মাধ্যমে দেশটিতে মুদিপণ্য সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি।
গত মাসেই ১৩ দশমিক সাত বিলিয়ন ডলারে মার্কিন সুপার মার্কেট চেইন হোল ফুডস মার্কেটকে কেনার ঘোষণা দিয়েছে অ্যামাজন।