Print Date & Time : 13 September 2025 Saturday 7:42 am

ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে ওই বৈঠকে অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হলেও এখন থেকে বিভিন্ন বৈঠক হচ্ছে। শীর্ষ সম্মেলনকে সামনে রেখে গত ১২ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে ‘ভয়েস অব দ্য সাউথ সামিট, ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এ বছর জি-২০ প্রেসিডেন্ট হচ্ছে ভারত এবং আগামী সেপ্টেম্বরে দিল্লিতে শীর্ষ সম্মেলন হবে। মোট ৯টি অসদস্য দেশ অতিথি হিসেবে অংশ নেবে এতে। এ অঞ্চল থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

জি-২০ উপলক্ষে ভারতে বিভিন্ন বিষয়ে দুই শতাধিক বৈঠক হবে এবং এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা করা হবে।