Print Date & Time : 3 August 2025 Sunday 8:21 am

ভারতে ১৩তম সাউফেস্টে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) কয়েক শিক্ষার্থী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানা প্রদেশের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম দক্ষিণ এশিয়ান বিশ্ববিদ্যালয় যুব উৎসবে (১৩তম সাউফেস্ট) অংশ নিয়েছে।

ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন (এআইইউ) এ উৎসবের আয়োজন করে। দক্ষিণ-এশীয় দেশগুলোর মধ্যে শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদার করা সাউফেস্টের মূল উদ্দেশ্য। উৎসবে অনুষ্ঠিত কর্মকাণ্ডের মধ্যে ছিল পোস্টার মেকিং, লাইট ভোকাল, মাইম, ফোক অর্কেস্ট্রা, ফোক ড্যান্স, অ্যালোকিউশন, বিতর্ক, ক্লে মডেলিং, ক্লাসিকাল নৃত্য, সেমিনার প্রভৃতি।

এসইইউ শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন ও বিধান চন্দ্র দে ফোক ড্যান্স ও ক্লে মডেলিংয়ে অংশ নেন। মেজবাউর রহমান মিজু বিতর্ক ও অ্যালোকিউশনে অংশ নেন। ইয়াছিন আরাফাত অমি গান পরিবেশন করেন।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাস থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী এ উৎসবে অংশ নেন। অংশ নেওয়ার স্বীকৃতিস্বরূপ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দলকে সার্টিফিকেট, স্বর্ণপদক ও স্মারক দেওয়া হয়েছে।