Print Date & Time : 19 July 2025 Saturday 3:18 am

ভারতে ২৪ ঘণ্টায় ৫ হাজার নতুন রোগী

শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কভিড-১৯-এ ভারতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। আজ সোমবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। খবর: এনডিটিভি।

তথ্যমতে, গতকাল রোববার দেশটিতে শনাক্ত হওয়া নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৪২ জন ছিল। এতে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনের দাঁড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে তৃতীয় দফার লকডাউন শেষের পর আজ থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে, যার মেয়াদ আরো ১৪ দিন, অর্থাৎ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

এ লকডাউনের গাইডলাইন ঘোষণা করার দিনটিতেই দৈনিক নতুন আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বড় উলম্ফন ঘটেছে। ভারতে এ পর্যন্ত ৩৬ হাজার ৮২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।