Print Date & Time : 2 August 2025 Saturday 10:22 am

ভারত থেকে অক্সিজেনের চতুর্থ চালান সিরাজগঞ্জে পৌঁছেছে

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ: ভারত থেকে আমদানি অক্সিজেনের চতুর্থ চালান সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছেছে।

বেনাপোল বন্দর হয়ে ট্রেনটি রোববার রাত ১টা ১০ মিনিটে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়। গতকাল সোমবার সকাল ৬টা থেকে অক্সিজেন খালাস শুরু হয়।

লিনডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান চার ধাপে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল।

মহামারি কভিড-১৯-এর কারণে দেশে অক্সিজেন চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরিপ্র্রেক্ষিতে দেশে এলো ৮০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেন। এর আগে ২৫, ২৮ ও ৩১ জুলাই মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে আসে।

লিনডে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওয়াহাব জানান, ভারত থেকে অক্সিজেনবাহী ট্রেনটি রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে। সকাল ৬টা থেকে অক্সিজেন খালাস শুরু হয়েছে। ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ভারত থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সিপ্রেস ট্রেন রাত ১টা ১০ মিনিটে স্টেশনে পৌঁছায়। সকাল থেকে অক্সিজেন খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।