Print Date & Time : 14 August 2025 Thursday 12:58 am

ভারত বিরোধিতার ইস্যু খুঁজে তারা আবারও ভুল পথে হাঁটছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে সাইকেল র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বানও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।