Print Date & Time : 11 September 2025 Thursday 8:24 pm

ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

চার দিনের সফরে ভারত গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল সোমবার সকালে দিল্লি পৌঁছেছেন তিনি। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই বৈঠকে মূল আলোচ্য বিষয় থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত একটি বাণিজ্য চুক্তি সম্পাদন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার কৌশল নির্ধারণ।

সূত্রমতে, ভ্যান্সের এই সফর মূলত পারিবারিক হলেও প্রথম দিনটিতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা। সফরের বাকিটা সময় তিনি তাজমহল দর্শন এবং জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের জš§ ভারতীয় অভিবাসী পরিবারে। সোমবার তিনি রোম থেকে দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছান। রোম সফরে তিনি ইস্টার সানডেতে পোপ ফ্রান্সিসের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক করেন।

মোদির সঙ্গে বৈঠকে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে মোদি-ট্রাম্প বৈঠকে গৃহীত দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করা হবে। আলোচনায় বাণিজ্যে ‘ন্যায্যতা’ আনার উদ্যোগ এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদারের বিষয়ও থাকবে।

ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর মোদি ছিলেন প্রথম কয়েকজন বিশ্বনেতা যিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অর্ধেকেরও বেশি পণ্যের ওপর শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। ২০২৪ সালে ভারতের যুক্তরাষ্ট্র থেকে মোট আমদানি ছিল ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য। তবে ট্রাম্প ভারতকে এখনও ‘শুল্ক অপব্যবহারকারী’ ও ‘শুল্ক রাজা’ বলে সমালোচনা করে যাচ্ছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে আমরা অত্যন্ত ইতিবাচক। মার্কিন বাণিজ্য তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার মধ্যে ভারতের অনুকূলে রয়েছে ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত।

নয়াদিল্লির কর্মকর্তারা আশা করছেন, ট্রাম্প ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে। এই বিরতি ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং এতে ভারতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যান্সের সফর ট্রাম্পের আসন্ন ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। এ বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোয়াড’ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতারা অংশ নেবেন।