Print Date & Time : 28 August 2025 Thursday 8:36 am

ভারী বর্ষণে পাহাড়ধস, বিচ্ছিন্ন সাজেক

প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দারাম এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক ও খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়েছে। হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়ায় আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে।

খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ইউএনও।