Print Date & Time : 10 July 2025 Thursday 9:05 pm

ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষা করা সুন্নাহ: মির্জা গালিব

শেয়ার বিজ ডেস্ক: ভবিষ্যতে সমাজ আর রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব থাকবে বলে মনে করেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। আর সে কারণেই ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেন। যা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধারা হলো-

‘এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া যেইভাবে অলটারনেটিভ মিডিয়া হয়ে উঠতেছে, তার একটা বিশাল প্রভাব থাকবে সামনের দিনে সমাজ আর রাজনীতিতে। সোশ্যাল মিডিয়ার কারণে কানেক্টিভিটি বেড়েছে, পারস্পরিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা কালেক্টিভ উইজডম তৈরির সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই কালেক্টিভ উইজডম তৈরির জন্য আলাপ আলোচনাকে ডিসেন্ট আর রিজোনেবল রাখতে হবে। অনেক সময় আমরা কোনো কথা/লেখা পছন্দ না হলে একটু বাজে ভাষা ব্যবহার করি। এইটা ভালো অভ্যাস না। বরং অন্যের প্রতি রেসপেক্ট রেখে আলাপ-আলোচনা করলে সেইটা সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে।

ইনপারসন একজন মানুষের সঙ্গে আলাপ করার সময় যে টুকু ভদ্রতা বজায় রাখা সুন্নাহ, ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও সে টুকু ভদ্রতা রক্ষা করা সুন্নাহ- এই ছোট্ট নিয়মটুকু যেন আমরা কেউ ভুলে না যাই।’