Print Date & Time : 7 July 2025 Monday 8:43 am

ভালোবাসা দিবসে ডাস্টবিনে মিললো নবজাতক

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) শহরের কালিবাড়ি এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করে সদর থানার এসআই রফিকুল ইসলাম। পরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

ডাঃ নেওয়াজ মোর্শেদ বলেন, সকালে নবজাতককে থানা পুলিশ এসে ভর্তি করিয়েছে। এখন শিশু ওয়ার্ডে সুস্থ আছে। শহর জুড়ে নবজাতক উদ্ধার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সদর থানার ওসি(তদন্ত) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, আমরা বাচ্চাটিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিয়মিত তার খোঁজ নিচ্ছি। তার বাবা মায়ের খোঁজও করা হচ্ছে।