Print Date & Time : 6 September 2025 Saturday 2:21 pm

ভাষার জন্য প্রাণ দেয়া বিশ্বে অনন্য উদাহরণ

প্রতিনিধি, পাবনা: সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য সালাম, বরকত, জব্বারসহ অনেক শহিদ তাদের তাজা রক্ত ঢেলে দেন। মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিয়ে বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তারা নানা প্রতিকূলতা মোকাবিলা করে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছেন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাবনা ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের নিয়ে আয়োজিত অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।

সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতেই ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্র–য়ারি ঢাকার রাজপথে গুলি হয়। সালাম, বরকত, জব্বারসহ অনেক শহিদ তাদের তাজা রক্ত ঢেলে দেন। আসলে তারা দেশের প্রতি ভালোবেসেই এমন কাজ করেছিলেন। যেসব মানুষ নিজের পরিবার-পরিজনের কথা চিন্তা না করে মাতৃভাষা প্রতিষ্ঠিত করতে জীবন দিয়ে গেছেন তাদের কথা দেশের মানুষ আজীবন স্মরণ করবে। তারা সেদিন জীবন না দিলে আমরা হয়তো এ স্বাধীন দেশ পেতাম না। সেই শহিদদের প্রতি ক্যাডেটদের আজীবন সম্মান রাখতে হবে। এছাড়া ভাষা আন্দোলনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও অনেক অবদান রেখেছিলেন।

তিনি আরও বলেন, ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ক্যাডেট কলেজ ক্যাডেটদের জন্য বড় একটা সুযোগ। কারণ এখানে সবাই সুযোগ পায় না। সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। এটাকে কাজে লাগাতে হবে। কেননা এটা জীবনের মূল এবং গুরুত্বপূর্ণ অংশ। কারণ ক্যাডেটদের সঙ্গে আগামীর বাংলাদেশ সম্পর্কিত। ক্যাডেটদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুনসহ পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকরা, গণমাধ্যম ব্যক্তিরা, শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিবর্গ।