ভাষাসৈনিক জসীম উদ্দিনের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, পরমাণু বিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোকবার্তাায় তিনি বলেন, ‘অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশের জ্ঞান-বিজ্ঞান জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন মেধাবী, শিক্ষাদরদি, পদার্থবিজ্ঞানী ও জগদ্বিখ্যাত পরমাণুবিজ্ঞানী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা কলেজে ছাত্র থাকা অবস্থায় তিনি তাদের পদার্থবিজ্ঞান পড়াতেন। ভাষা আন্দোলনের অবদানের জন্য ২০১৬ সালে অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদকে একুশে পদকে ভূষিত করা হয়। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় পরিচালক ও পরমাণু বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। জাতিসংঘের ৪৪টি রাষ্ট্রের কারিগরি উপদেষ্টা হিসাবে বিশ্ব ভ্রমণ করেছেন। তিনি ছিলেন সৎ, বিনয়ী, হাস্যোজ্জ্বল ও দেশপ্রেমিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে রচেস্টার ইউনিভার্সিটি থেকে আরেকটি ডিগ্রি এবং মিশিগান ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক ড. জসীম উদ্দিন ছিলেন একজন আজš§ কাব্যসাধক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৬টি। তিনি বিজ্ঞানবিষয়ক ১৭টি বই লিখেছেন। এছাড়া সংগীতের অ্যালবামও প্রকাশ করেছেন। তিনি দরিদ্রদের সাহায্য ও শিক্ষিত করতে ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। কুমিল্লায় তার গ্রামের বাড়িতে একটি এতিমখানা, একটি স্কুল ও মসজিদ স্থাপন করেন।

শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রেস বিজ্ঞপ্তি