ভাস্কর্য সরিয়ে সব ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে সব ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ শনিবার সিডরাপ মিলনায়তনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরুস্কার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের থেমিসের যে মূর্তি সরানো হয়েছে, তা আসল নয়। এটি একটি বিকৃত মূর্তি। আমি মনে করি এটি কোনো মূর্তিই না। তাই এটিকে সরিয়ে ফেলে সব ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ধরনের মূর্তি যদি স্থাপন করতাম তাহলে এটা আসল যে থেমিস সেটাকে বিকৃত করা হতো। আমরা কিন্তু বিকৃত করা থেকে সরে আসতে চাই। এ ঘটনায় বাংলাদেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি।

এছাড়াও অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৭ এর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এ বছরের পুরস্কার বিজয়ীরা হলেন দৈনিক যুগান্তরের হামিদ-উজ-জামান, যমুনা টেলিভিশনের সুশান্ত সিনহা, বাংলা ট্রিবিউনের শফিকুল ইসলাম, দ্য ডেইলি স্টার পরিমল পালমা এবং দৈনিক কীর্তনখোলার গোলাম মর্তুজা জুয়েল।