Print Date & Time : 10 September 2025 Wednesday 11:11 am

ভিডিও কনফারেন্সিং সেবা দিচ্ছে সাইফুল হকের জুডেক্স

অস্ট্রেলিয়ার বেসরকারি প্রতিষ্ঠান জুডেক্স সরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত, পেশাজীবী, ক্ষুদ্র ও বৃহৎ সংস্থাগুলোকে ভিডিও কনফারেন্সিং সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি চলিত বছর ফেব্রæয়ারিতে বিশ্বে সাফল্যের সঙ্গে যাত্রা করে। সেবাটি অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক জুডেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভ‚ত সাইফুল হক। সহপ্রতিষ্ঠাতা সুন্দর ভাইকম রাজিব প্রতিষ্ঠানটির সিইও। প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজ ভিডিও কনফারেন্সিং সেবা আনার লক্ষ্যে কাজ করছে, যা শিগগির বাজারে আসবে।

অ্যান্ডয়েড, আইওএস, উইন্ডোস অ্যান্ড গিøম্যাক্স প্ল্যাটফর্মে এইএস ১২৮ জেসিএম এনক্রিপশনে সম্পূর্ণ সমন্বিত সেবা দিচ্ছে জুডেক্স। এটা নিরাপদ, বিশ্বস্ত ও উচ্চদক্ষতা সম্পূর্ণ। বর্তমানে প্রচলিত আধুনিক ভিডিও কনফারেন্স সেবা যেমনÑস্ক্রিন শেয়ারিং, রেকর্ডিং, চেট, ডমুমেন্ট আপলোড ও ডাউনলোডসহ সব সুবিধা রয়েছে জুডেক্সে। এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যবহারকারীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়ার সুযোগ করে দেয় এবং ধারণকৃত সব সভার স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপ্ট করে দেয়। এই প্রত্যক্ষ বা পরোক্ষ অংশ নেয়ার সুযোগ যে কোনো শহরকে কোনো বাড়তি খরচ ছাড়াই ওয়েবিনার বা সেমিনারে পরিণত করে। জুডেক্স সরকারি ও বৃহৎ সংস্থাগুলোকে কাস্টমাইজ ভিডিও কনফারেন্সিং সেবা দেয়। সময় ও খরচ বাঁচিয়ে গ্রাহককে দ্রæত এ ধরনের সেবা দেয়। প্রতিষ্ঠানটি ভিডিও এপিএই লাইসেন্সের দেয়, যাতে অন্য প্রতিষ্ঠানগুলো এ ধরনের ভিডিও কনফারেন্সিং ব্যবসা শুরু করতে পারে। বিজ্ঞপ্তি