শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের বৃহত্তম স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার+পার্টনারস ভিয়েতনামে ‘শহরের মধ্যে শহর’ নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন করছে। খবর: সিএনএন।
২৯০ একর এলাকাজুড়ে নির্মিতব্য নতুন শহরটি গড়ে তোলা হচ্ছে দেশটির সবচেয়ে বড় শহর হো চি মিন সিটির মধ্যে। পুরো শহরে থাকছে গাছপালা ও সবুজ বনভূমি।
দ্য গ্লোবাল সিটি নামের এ প্রকল্পে বহুতল আবাসিক ভবনের পাশাপাশি সরকারি কোয়ার্টার ও ভিলা, বিদ্যালয়, শপিং মল ও স্বাস্থ্যসেবা সুবিধা বরাদ্দ থাকছে। একটি সেন্ট্রাল পার্ক ও বুলেভার্ডসহ পথচারীদের হাঁটাচলার জন্য প্রশস্ত রাস্তা ও খালের ওপর সেতু নির্মাণ করা হচ্ছে।
ফস্টার+পার্টনারসের জ্যেষ্ঠ অংশীদার টবি ব্লান্টের মতে, তাদের প্রতিষ্ঠান এ শহর নির্মাণের মাস্টারপ্ল্যান করেছে। প্রকৃতির সমন্বয়ে এ শহরের পরিকল্পনা করা হয়েছে, যাতে পথচারীদের সুযোগ-সুবিধাকে প্রাধান্য দেয়া হয়েছে।
অন্য স্থাপত্য প্রতিষ্ঠান মাস্টারিজ হোমসের মতে, প্রকল্প বাস্তবায়নে চার বছর লাগবে।
ফস্টার+পার্টনারসের প্রধান গেরার্ড ইভেনডেন প্রকল্পে সবুজায়নের ওপর গুরুত্ব দিয়েছেন, যেখানে থাকছে কয়েকটি পার্ক, বাগান ও খেলাধুলার স্থান। জীববৈচিত্র্যের উন্নয়নে ভবিষ্যতের জন্য টেকসই পরিকল্পনা করা হয়েছে।
হো চি মিন সিটির আগের নাম ছিল সায়গন। সেই শহরের স্থাপত্যশৈলীর আদলে ইট ও কাঠ দিয়ে নির্মাণ করা হচ্ছে নতুন শহর। এখানে একদিকে রয়েছে
ফ্রেঞ্চ উপনিবেশের সায়গন অপেরা হাউস, অন্যদিকে রয়েছে কংক্রিটের অ্যাপার্টমেন্টসহ সমসাময়িক আকাশচুম্বী ভবন।
ফস্টার+পার্টনারসের প্রতিষ্ঠাতা নরম্যান ফস্টার নিউইয়র্কের হার্স্ট টাওয়ার ও লন্ডনের দ্য ঘেরকিনের মতো স্থাপত্যের জন্য বিখ্যাত। কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের আধুনিক ভবন তৈরি করছে। ২০২৫ সালের মধ্যে স্টকহোমে ‘সেন্ট্রাল সুসেন ডিস্ট্রিক্ট’ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কুয়েতে ‘সাউথ সাবাহ আল-আহমাদ’ শহর নির্মাণ করবে ফস্টার। ২০৪০ সালে খুলে দেয়া হবে শহরটি। এখানে দুই লাখ ৮০ হাজার বাসিন্দা থাকবেন।
এই স্থপতিরা ভিয়েতনামে আরও একটি প্রকল্প চালু রেখেছে। ভিয়েতিন ব্যাংক বিজনেস সেন্টার নামের এ টাওয়ারটি দেশটির উত্তরে হ্যানয় শহরে নির্মাণ করা হচ্ছে।