Print Date & Time : 27 August 2025 Wednesday 5:12 am

ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার (২৮ এপ্রিল) জাহাজটি বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম।

তিনি জানান, গত ০৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এই কর্মকর্তা আরও জানান, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলে, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান ইমদাদ ইসলাম।