ভুল করে শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৫২

শেয়ার বিজ ডেস্ক: বোকো হারামের অবস্থান মনে করে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক নিহত এবং ১২০ আহত হয়েছেন। খবর বিবিসি।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের এই হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। নাইজেরীয় সামরিক বাহিনীর আঞ্চলিক সেনা কমান্ডার মেজর জেনারেল লাকি ইরাবর ঘটনাস্থল কালা বালগে এলাকা বলে জানিয়েছেন। এলাকাটি রানের অন্তর্ভুক্ত। বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে এক সংবাদ সম্মেলনে ইরাবর জানিয়েছেন, বহুসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন, তাদের মধ্যে এমএসএফ ও রেডক্রসের স্বেচ্ছাসেবীরাও রয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘যে কোনোভাবেই হোক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিমান হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।’

কীভাবে এ ঘটনা ঘটলো তা এত তাড়াতাড়ি নির্র্ধারণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

এমএসএফ’র মুখপাত্র টিম শেঙ্ক বলেন, ‘অন্তত ৫২ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। ওই এলাকায় থাকা এমএসএফের  মেডিক্যাল ও সার্জিক্যাল টিম রোগীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’ রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছেন, নাইজেরীয় রেডক্রসের ছয় কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ২০১০ সাল থেকে বিদ্রোহ শুরু করে  বোকো হারাম। এর পর থেকে তাদের হামলায় এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। অভ্যন্তরীণ এসব উদ্বাস্তুর বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এ রকম একটি শিবিরেই হামলাটি হয়েছে।

এক ই-মেইল বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির এক মুখপাত্র ফেমি আদেসিনা বলেছেন, ‘অভিযান চলাকালে দুঃখজনক এ ভুলের ক্ষতি কাটিয়ে উঠতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন  প্রেসিডেন্ট।’