Print Date & Time : 28 August 2025 Thursday 7:19 pm

ভুয়া এসআই পরিচয়ে কনে দেখতে গিয়ে বিপাকে যুবক

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভুয়া এসআই পরিচয়ে বিয়ের জন্য কনে দেখতে গিয়ে বিপাকে পড়েছে সোহেল রানা (২৪) নামে এক যুবক। 

মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের শেখ পাড়া থেকে পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সোহেল রানা কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে।

জানা গেছে, পুলিশের এসআই পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে যান সোহেল রানা। এসময় সোহেল রানার কথা বার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। এসময় সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে সে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছে বলে পরিচয় দেয়। সে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে ওই নামে পুলিশের কোন এস আই নেই বলে জানানো হয়। পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে জানানো হলে পুলিশ প্রতারক সোহেলকে আটক করে। তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে এ ঘটনায় প্রতারণার মামলা করেন চুয়াডাঙ্গা শেখ পাড়ার জহুরুল ইসলাম।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, ধৃত সোহেল কয়েকদিন আগে ঝিনাইদহ থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে আসে। তার বিরুদ্ধে পৃথক একটি চুরির মামলাও দায়ের করেছে পুলিশ। এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।