Print Date & Time : 7 September 2025 Sunday 10:21 am

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এসময় বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে সে। এতে তার শরীর দুই খন্ড হয়ে যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।’