Print Date & Time : 29 August 2025 Friday 6:27 pm

ভূঞাপুরে ১৪ জেলেকে অর্থদণ্ড

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার দায়ে ১৪ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার গোবিন্দাসী, নিকরাইল, গাবসারা ও অর্জুনা ইউনিয়নের যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে ইলিশ মাছ ধরার জালসহ আটক করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- শহীদ, শাহআলম, আব্দুল হাকিম, আলীমুদ্দিন, সাইফুল, হযরত আলী, সাইফুল, আলমগীর, জসিম, মুঞ্জর আলী, সুরুজ্জামান, মজিদ, আব্দুল্লাহ ও কামরুল। তারা সবাই উপজেলার গাবসারা ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য্য জানান, সরকারি নির্দেশ অমান্য করে জেলেরা যমুনা নদীতে মা ইলিশ ধরছিল। খবর পেয়ে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইলিশ ধরার জালসহ ১৪জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে অর্থদণ্ড প্রদান করেন। এসময় বিপুল পরিমাণ উদ্ধার হওয়া জাল পুড়িয়ে দেয়া হয়।