Print Date & Time : 10 September 2025 Wednesday 11:51 am

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি বাংলাদেশে শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।’

শোক পালনের অংশ হিসেবে এদিন দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত রোববার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে ৭ দশমিক ৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র ১০০ কিলোমিটার উত্তরে ৭ দশমিক ৫ মাত্রায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। বড় ধরনের এ ভূমিকম্পে আশেপাশের অঞ্চলগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ৪০ হাজার মানুষ।

ভয়াবহ এ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একটি চিকিৎসক দলকেও সেখানে পাঠানোর কথা ভাবা হচ্ছে।