Print Date & Time : 7 July 2025 Monday 2:08 am

ভেকু দিয়ে আ.লীগ কার্যালয় গুড়ি দিলো বিক্ষদ্ধ জনতা

প্রতিনিধি, সিরাজগঞ্জ : ভেকু মেশিন দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়েছে।

শনিবার ৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল সেটা মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।

এরআগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগের অফিসটি গুড়িয়ে দেওয়া হয়।

স্হানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিাবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদর উপজেলার পুনবাসন এলাকায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, লুটপাট করে বিক্ষুদ্ধ জনতা।