ভেড়ামারায় শিক্ষকদের নিয়ে দিনব্যাপী যক্ষ্মা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার বিজ ডেস্ক: জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাকের আয়োজনে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিড-১৯, ডেঙ্গু ও ডায়রিয়া বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। এই সময় যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিড-১৯, ডেঙ্গু ও ডায়রিয়া বিষয়ের উপর মূল প্রেজেন্টেশন পরিচালনা করেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাস। কর্মশালাটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন।

উল্লেখ্য, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। বায়ুবাহিত রোগ ও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। প্রধানত ফুসফুসে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি। অন্যথায় রোগীর মৃত্যুও হতে পারে।