Print Date & Time : 29 July 2025 Tuesday 9:09 pm

ভেড়ামারায় ৫ লাখ নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযানে আকিজসহ সাতটি প্রতিষ্ঠানের ৫ লাখ নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করেছে যশোর ভ্যাট কমিশনারেটের আওতাধীন ভেড়ামারা ভ্যাট বিভাগের কর্মকর্তারা। গতকাল রাতে অভিযানে এই বিপুল পরিমাণ ব্যান্ডরোল আটক করা হয়। যশোর ভ্যাট কমিশনার মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনার জানিয়েছেন, ভেড়ামারায় লকডাউনের এই সময়ে রাত্রিকালীন সময়ে মানুষ যখন ঘুমে অচেতন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২, ভেড়ামারার নিবারক দল তখন ব্যস্ত  উপজেলার ১২ মাইল এলাকায় নিবারক অভিযান পরিচালনায়। কেননা আমাদের নিকট গোপন সংবাদ ছিলো যে, ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকা দিয়ে নকল এবং জাল ব্যান্ডরোল যুক্ত বিভিন্ন বিড়ির চালান দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে। সংঘবদ্ধ চক্রটি প্রায়ই এ কাজ সুকৌশলে করে যাচ্ছিলো বলে খবর ছিলো।

এরই প্রেক্ষিতে কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা মো. নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল ২১ জুন কঠোর লকডাউনের এই সময়ে করোনাভীতিকে উপেক্ষা করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দায়বদ্ধতা থেকে রাত ১১টায় ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়  অবস্থান নেয়। দীর্ঘসময় সুকৌশলে অবস্থান নেয়ার পর বিভিন্ন বিড়ি প্রতিষ্ঠানের সর্বমোট ৫ লাখ শলাকা বিড়ি রাস্তা সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘর হতে  মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

এর মধ্যে এক লাখ আকিজ বিড়ির শলাকা, যার বাজার মূল্য ৭২ টাকা। এতে জড়িত রাজস্ব ৩২ হাজার ৭০০ টাকা। ৫০ হাজার শলাকা মাহি বিড়ি, যার মূল্য ৩৬ হাজার, জড়িত রাজস্ব ১৬ হাজার ৩৫০ টাকা। ৫০ হাজার শলাকা ইয়াসিন বিড়ি, বাজারমূল্য ৩৬ হাজার টাকা, জড়িত রাজস্ব ১৬ হাজার ৩৫০ টাকা। এক লাখ শলাকা পাঞ্জা বিড়ি, মূল্য ৭২ হাজার, জড়িত রাজস্ব ৩২ হাজার ৭০০ টাকা। ৫০ হাজার শলাকা বকুল বিড়ি, মূল্য ৩৬ হাজার টাকা, জড়িত রাজস্ব ১৬ হাজার ৩৫০ টাকা। ৫০ হাজার শলাকা রকি বিড়ি, মূল্য ৩৬ হাজার টাকা, জড়িত রাজস্ব ১৬ হাজার ৩৫০ টাকা।

পরবর্তীতে আটককৃত ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। আটককৃত এই চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

###